যা যা থাকছে এবারের আসরে

বন্ধুরা, শুরু হয়েছে তোমাদের প্রিয় মার্কস অলরাউন্ডার। তোমাদের সবার মাঝেই আছে উজ্জ্বল প্রতিভা, আছে অসীম সম্ভাবনা। মার্কস অলরাউন্ডার সেই প্রতিভা বিকাশের মঞ্চ। আমরা জানি, পড়াশোনার পাশাপাশি নাচ, গান, অভিনয়, আবৃত্তি, চিত্রাঙ্কন, উপস্থিত বক্তৃতা কিংবা গল্প বলার মতো অনেক কিছুই তোমরা পারো, করোও অনায়াসে। আর তোমাদের মতোই প্রতিভাবানদের খুঁজছে মার্কস অলরাউন্ডার ২০২৫। তাহলে দেরি কেন? চলে এসো মার্কস অলরাউন্ডার-এ, আর দেখাও যত প্রতিভা তোমার। প্রতিভার এই লড়াইয়ে দেশসেরা হলে অলরাউন্ডার খেতাব তো পাবেই, সেই সাথে তিন গ্রুপের প্রত্যেক সেরা অলরাউন্ডার পাবে ১৫ লাখ টাকার শিক্ষাবৃত্তি

প্রতিযোগিতার গ্রুপ ও বিষয়সমূহ

বাংলাদেশের সকল স্কুল-কলেজ (প্লে গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণি) এবং সমমানের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে।

মার্কস অলরাউন্ডার আঞ্চলিক, বিভাগীয় এবং জাতীয় পর্যায় এই তিন ধাপে অনুষ্ঠিত হবে।

রেজিস্ট্রেশনের সময় করণীয়:

  • এই ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করতে হবে। প্রতিযোগিতার দিন ভেন্যুতেও রেজিস্ট্রেশন-এর সুযোগ থাকবে।
  • রেজিস্ট্রেশনের সময় উল্লেখিত তথ্যগুলো আবশ্যক - নাম, মোবাইল নম্বর, শ্রেণি, শিক্ষাপ্রতিষ্ঠান এবং ঠিকানা
  • রেজিস্ট্রেশন শেষে SMS এর মাধ্যমে মোবাইলে রেজিস্ট্রেশন কনফার্মেশন মেসেজ পাঠানো হবে।
  • একজন প্রতিযোগীর রেজিস্ট্রেশন একবারই গ্রহণযোগ্য হবে।

ভেন্যুতে করণীয়:

  • প্রতিযোগিতার ভেন্যু সম্পর্কিত তথ্য স্ব স্ব স্কুলে জানিয়ে দেওয়া হবে।
  • প্রতিযোগিতার ভেন্যুতে প্রতিযোগীকে অবশ্যই রেজিস্ট্রেশন কনফার্মেশন এসএমএসটি দেখাতে হবে।
  • প্রতিযোগিতা শুরুর ৩০ মিনিট পূর্বে নির্ধারিত ভেন্যুতে উপস্থিত থাকতে হবে।
  • আঞ্চলিক পর্যায়ে নৃত্যে অংশগ্রহণকারী প্রতিযোগীদের কস্টিউম নিজেদেরই পরে আসতে হবে। নৃত্যের জন্য গানের ট্র্যাকটিও নিজেদের আনতে হবে। সাউন্ড সিস্টেম মার্কস কর্তৃপক্ষ সরবরাহ করবে।
  • আঞ্চলিক পর্যায়ে অভিনয়ে অংশগ্রহণকারী প্রতিযোগীদের কস্টিউম নিজেদেরই পরে আসতে হবে।
  • আঞ্চলিক পর্যায়ে চিত্রাঙ্কনের ক্ষেত্রে কাগজ ছাড়া অন্যান্য সরঞ্জাম সঙ্গে আনতে হবে।
  • আঞ্চলিক পর্যায়ে সংগীতের ক্ষেত্রে ভেন্যুতে হারমোনিয়াম এবং তবলা থাকবে। প্রতিযোগী নিজস্ব বাদ্যযন্ত্র নিয়ে আসতে পারবে অথবা খালি গলায়ও গাইতে পারবে।
  • আঞ্চলিক পর্যায়ের প্রতিযোগিতায় বিজয়ী হিসেবে নির্বাচিত হলে প্রতিযোগীর শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচয়পত্র যাচাই করা হবে।

পুরস্কার সম্পর্কিত তথ্য:

  • বিজয়ী নির্বাচনের ক্ষেত্রে বিচারকদের রায়ই চূড়ান্ত।
  • ৩টি গ্রুপ থেকে সেরা ৩ অলরাউন্ডারের প্রত্যেকে পাবে ১৫ লক্ষ টাকার শিক্ষাবৃত্তি
  • গ্র্যান্ড ফিনালেতে ৩টি গ্রুপের ফার্স্ট রানার্স আপ এবং এবং সেকেন্ড রানার্স আপ প্রত্যেকে পাবে ৫ লক্ষ এবং ৩ লক্ষ টাকার শিক্ষাবৃত্তি
  • ৩টি গ্রুপের ৬ টি বিষয়ের প্রত্যেকটিতে সেরা ৩ জন করে সর্বমোট ৫৪ জন সেরা পারফরমারের প্রত্যেকে পাবে যথাক্রমে স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ পদক।
  • বিভাগীয় পর্যায়ে ৩টি গ্রুপের প্রত্যেক বিষয় ভিত্তিক সেরা পারফর্মারদের শিক্ষা প্রতিষ্ঠান পাবে ১টি করে কম্পিউটার
  • এ ছাড়াও আঞ্চলিক, বিভাগীয় এবং জাতীয় পর্যায়ের প্রতিটি ধাপে বিজয়ীদের জন্য রয়েছে আরও অসংখ্য পুরস্কার।

রেজিস্ট্রেশন করো এখনই!

প্রতিযোগিতা সম্পর্কে জিজ্ঞাসাবলী

দেশজুড়ে শিশু-কিশোরদের প্রতিভার স্বীকৃতি দিতে আয়োজিত সর্ববৃহৎ প্রতিযোগিতা ও প্ল্যাটফর্ম।
বাংলাদেশের সকল স্কুল-কলেজ (প্লে থেকে দ্বাদশ শ্রেণি) এবং সমমানের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নিতে পারবে।
www.marksallrounder.com ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।
নাম, মোবাইল নম্বর, শ্রেণি, শিক্ষা প্রতিষ্ঠানের নাম ও ঠিকানা ইত্যাদি নির্ভুলভাবে দিতে হবে।
না, রেজিস্ট্রেশন সম্পূর্ণ ফ্রি।
রেজিস্ট্রেশনের পরপরই কনফার্মেশন এসএমএস পাঠানো হবে।

মার্কস অলরাউন্ডার ৩টি গ্রুপ এবং ৩টি ধাপে অনুষ্ঠিত হবে – আঞ্চলিক, বিভাগীয় ও জাতীয়।

  • প্লে-৪র্থ শ্রেণি: জুনিয়র স্কুল
  • ৫ম-৮ম শ্রেণি: মিডল স্কুল
  • ৯ম-১২শ: হাই স্কুল ও কলেজ

বিষয়সমূহ:

  • জুনিয়র: গান, নাচ, অভিনয়, চিত্রাঙ্কন, আবৃত্তি, গল্প বলা
  • মিডল: গান, নাচ, অভিনয়, চিত্রাঙ্কন, আবৃত্তি, উপস্থিত বক্তৃতা
  • হাই স্কুল ও কলেজ: গান, নাচ, অভিনয়, চিত্রাঙ্কন, আবৃত্তি, উপস্থিত বক্তৃতা
অঞ্চল ও প্রতিষ্ঠানের ভিত্তিতে সময়সীমা ভিন্ন হতে পারে। বিস্তারিত জানতে মার্কস অলরাউন্ডারের ফেসবুক পেজ ও ওয়েবসাইটে চোখ রাখো।
কস্টিউম ও গানের ট্র্যাক নিজে আনতে হবে। সাউন্ড সিস্টেম কর্তৃপক্ষ দেবে।
কস্টিউম প্রতিযোগীদের নিজেদের আনতে হবে।
কাগজ ছাড়া চিত্রাঙ্কনের অন্যান্য সরঞ্জাম নিজের করে আনতে হবে।
ভেন্যুতে হারমোনিয়াম ও তবলা থাকবে। চাইলে নিজের বাদ্যযন্ত্র বা খালি গলায় গাইতে পারবে।

৩টি গ্রুপের সেরা ৩ অলরাউন্ডার পাবে ১৫ লক্ষ টাকার শিক্ষাবৃত্তি।

গ্র্যান্ড ফিনালেতে ১ম রানার আপ পাবে ৫ লক্ষ এবং ২য় রানার আপ পাবে ৩ লক্ষ টাকা।

৬টি বিষয়ে সেরা ৩ জন করে মোট ৫৪ জনকে স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ পদক দেওয়া হবে।

বিভাগীয় পর্যায়ের সেরা পারফর্মারের প্রতিষ্ঠান পাবে একটি করে কম্পিউটার।

প্রতিটি ধাপে আরও অনেক পুরস্কার থাকবে।

না, একজন প্রতিযোগীর রেজিস্ট্রেশন একবারই গ্রহণযোগ্য।
প্রতিযোগিতার ভেন্যুর তথ্য স্ব স্ব স্কুলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
হ্যাঁ, প্রতিযোগীর কনফার্মেশন এসএমএসটি দেখাতে হবে।
ইচ্ছেমতো এক বা একাধিক বিষয়ে অংশ নেওয়া যাবে।

যেকোন প্রয়োজনে কল করা যাবে ০৯৬১৪ ৫১৬১৭১ (সকাল ৮:০০টা - রাত ৮:০০টা)