বন্ধুরা, শুরু হয়েছে তোমাদের প্রিয় মার্কস অলরাউন্ডার। তোমাদের সবার মাঝেই আছে উজ্জ্বল প্রতিভা, আছে অসীম সম্ভাবনা। মার্কস অলরাউন্ডার সেই প্রতিভা বিকাশের মঞ্চ। আমরা জানি, পড়াশোনার পাশাপাশি নাচ, গান, অভিনয়, আবৃত্তি, চিত্রাঙ্কন, উপস্থিত বক্তৃতা কিংবা গল্প বলার মতো অনেক কিছুই তোমরা পারো, করোও অনায়াসে। আর তোমাদের মতোই প্রতিভাবানদের খুঁজছে মার্কস অলরাউন্ডার ২০২৫। তাহলে দেরি কেন? চলে এসো মার্কস অলরাউন্ডার-এ, আর দেখাও যত প্রতিভা তোমার। প্রতিভার এই লড়াইয়ে দেশসেরা হলে অলরাউন্ডার খেতাব তো পাবেই, সেই সাথে তিন গ্রুপের প্রত্যেক সেরা অলরাউন্ডার পাবে ১৫ লাখ টাকার শিক্ষাবৃত্তি।
বাংলাদেশের সকল স্কুল-কলেজ (প্লে গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণি) এবং সমমানের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে।
মার্কস অলরাউন্ডার আঞ্চলিক, বিভাগীয় এবং জাতীয় পর্যায় এই তিন ধাপে অনুষ্ঠিত হবে।
মার্কস অলরাউন্ডার ৩টি গ্রুপ এবং ৩টি ধাপে অনুষ্ঠিত হবে – আঞ্চলিক, বিভাগীয় ও জাতীয়।
বিষয়সমূহ:
৩টি গ্রুপের সেরা ৩ অলরাউন্ডার পাবে ১৫ লক্ষ টাকার শিক্ষাবৃত্তি।
গ্র্যান্ড ফিনালেতে ১ম রানার আপ পাবে ৫ লক্ষ এবং ২য় রানার আপ পাবে ৩ লক্ষ টাকা।
৬টি বিষয়ে সেরা ৩ জন করে মোট ৫৪ জনকে স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ পদক দেওয়া হবে।
বিভাগীয় পর্যায়ের সেরা পারফর্মারের প্রতিষ্ঠান পাবে একটি করে কম্পিউটার।
প্রতিটি ধাপে আরও অনেক পুরস্কার থাকবে।
যেকোন প্রয়োজনে কল করা যাবে ০৯৬১৪ ৫১৬১৭১ (সকাল ৮:০০টা - রাত ৮:০০টা)